গাজীপুরে হাসপাতালে ভর্তির দুই ঘন্টা পর কোভিড-১৯ শনাক্ত আরেক রোগীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর কোভিড-১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির দুই ঘন্টা পর কোভিড-১৯ শনাক্ত এক শিক্ষানুরাগী ও সমাজ সেবকের (৬০) মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোভিড-১৯ শনাক্ত দ্বিতীয় রোগীর মৃত্যুর ঘটনা এটি।
বুধবার (৩ জুন) রাত সাড়ে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
সত্যতা নিশ্চিত করেছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: খলিলুর রহমান।
হাসপাতাল সূত্রে জানা যায়, কোভিড-১৯ শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টা পর আরেক রোগীর মৃত্যু হয়েছে। ২৮ মে কোভিড-১৯ শনাক্ত হয়ে তিনি ঢাকার মিরপুরের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই হাসপাতাল থেকে এসে বুধবার রাত সাড়ে নয়টার দিকে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে রাত সাড়ে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। কোভিড-১৯ শনাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয় রোগীর মৃত্যুর ঘটনা এটি।
এর আগে গত ২৩ মে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রথম এক রোগীর (৫০) মৃত্যু হয়েছিল। তাঁর বাড়ি কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায়।
গাজীপুর সিটি কর্পোরেশন ৮ ওয়ার্ডের কাউন্সিলর মো: সেলিম রহমান বলেন, ‘কোভিড-১৯ শনাক্ত হয়ে মৃত ব্যক্তি শিক্ষানুরাগী ও সমাজ সেবক ছিলেন। এছাড়াও তিনি কোনাবাড়ি ডিগ্রি কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য ও আ ক ম মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য। তাঁর বাড়ি কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকায়’।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: খলিলুর রহমান, কোভিড-১৯ শনাক্ত হয়ে ওই রোগী বুধবার (৩ জুন) রাত সাড়ে ৯ টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে রাত সাড়ে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দ্বিতীয় রোগী। বর্তমান কোভিড-১৯ শনাক্ত ৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরো জানতে………
গাজীপুরে হাসপাতালে ভর্তির দেড় ঘন্টা পর কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যু