অন্যান্যকবিতাশিল্প-সাহিত্য
ফটোসেশান, শামসুল হুদা লিটন

ফটোসেশান
—–
সোনারদেশের সোনার ছেলে
সোনার কথা বলে,
ক্রান্তিকালে ত্রাণের নামে
দানের ছবি তোলে।
ইরি ধানের সিজন এলে
চাষীর লাগি দরদ পড়ে
ফসল কাটার নামে সোনা
ফটোসেশান করে।
মাছের তেলে মাছ ভাঁজে
ফাঁকা মাঠে ফাঁকা বুলি,
সেবার নামে সেবা নয়
যেনো খেলা রং তুলি।
২৮ এপ্রিল ২০২০
লেখকঃ
শামসুল হুদা লিটন
সহকারী অধ্যাপক
তারাগঞ্জ কলেজ
কাপাসিয়া, গাজীপুর।