মিজানুল হকের দীর্ঘশ্বাস…..

দীর্ঘশ্বাস…..
চীনের উহান থেকে হয়ে শুরু
কোভিড-১৯ বা করোনা ভাইরাসের দখলে।
২১০ দেশ ও অঞ্চলসহ গোটাবিশ্বে
আক্রমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের আদলে।।
বিজ্ঞানীরা এখন পর্যন্ত পারেনি
উদ্ঘাটন করতে করোনার ভ্যাকসিন।
এরপরেও বাংলাদেশের অনেক মানুষ
সামাজিক দূরত্ব মানতে উদাসীন।।
যার পরনাই এখন পর্যন্ত
হাজার হাজার আক্রান্ত শতাধিক মৃত।
কোটি কোটি সচেতন মানুষ
ঘরে বসে মানসিকভাবে আহত। ।
সেবায় ডাক্তার, বাহিরে আইনশৃঙ্খলা বাহিনী
রোগীর সুস্থ্যতা ও সামাজিক দূরত্ব মানাতে।
সরকার জেলাভেদে লকডাউন দিলেও
প্রশাসন বাধ্যহচ্ছে আইনগত ব্যবস্থা নিতে।।
তথ্যপ্রযুক্তির যুগেও বাঙ্গালী
জানিনা কেন করছে হেলা।
স্বাস্থ্যবিধি ও নিয়ম না মেনে
খেলছে চোর-পুলিশ খেলা।।
চোর-পুলিশ খেলায় যোদ্ধারাও
আক্রান্ত হয়ে দিচ্ছে মাশুল।
করোনা ভাইরাস …..
বাঙ্গালীদের দেখাচ্ছে বৃদ্ধাঙ্গুল।।
লেখক: এ.কে.এম মিজানুল হক
অফিসার ইনচার্জ,
কালীগঞ্জ থানা,গাজীপুর।
এ.কে.এম মিজানুল হকের আরো কবিতা