আন্তর্জাতিক

লকডাউনেও রণক্ষেত্র কাশ্মীর, পুলিশের গুলিতে নিহত ২ জঙ্গি

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : করোনার কারণে লকডাউন পুরো ভারত। সংক্রমণ থাবা বসিয়েছে উপত্যকায়ও। এরই মধ্যে ফের উত্তপ্ত হয়ে উঠল ভূস্বর্গ। শনিবার সকালে গুলির লড়াই শুরু হয়েছে কুলগাম অঞ্চলে।

সংবাদসংস্থ সূত্রে খবর, কুলগামের মনজগাম অঞ্চলে এ দিন বেশ কয়েকজন জঙ্গি এনকাউন্টারের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় গুলি বিনিময়ে। শেষ পাওয়া খবরে, জম্মু কাশ্মীর পুলিশের গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। এখনও গুলির লড়াই চলছে।

দেশ জুড়ে চলতে থাকা করোনা সংক্রমণ থেকে রেহাই পায়নি কাশ্মীরও। উপত্যকায় সংক্রমিতের সংখ্যা ইতিমধ্যেই ৭০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮ জন। লকডাউনের কারণে কিছুটা শিথিল হয়েছে নজরদারিও। পুলিশের একাংশের অনুমান এর ফলেই নতুন করে ঘুঁটি সাাজাচ্ছিল এই জঙ্গিরা।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button