জোরপূর্বক জমি দখলের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের বিরুদ্ধে মানববন্ধন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জোরপূর্বক বৈধ জমি দখল ও ভবন ভাঙচুরের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ অভিযোগ করেন।
ভুক্তভোগীরা বলেন, ব্যক্তি মালিকানাধীন জমি ও ভবন দখল করে গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষ কাশিমপুর এলাকাসহ বিভিন্ন সড়কে রাস্তা ও ড্রেনেজ সম্প্রসারণ করছেন। জমি ও ভূমির মালিকেরা ক্ষতিপূরণ দাবি করলেও তাদের কোনো কথার তোয়াক্কা করছেন না তারা। তারা দখলদারী মনোভাব দেখিয়ে প্রতিবাদী ভুক্তভোগীদের মামলা- হামলার ভয় ভীতি দেখাচ্ছেন।
বক্তারা বলেন,প্রধানমন্ত্রী যেখানে রাস্তার পাশের ঘরবাড়ি ভাঙতে নিষেধ করেছেন সেখানে প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করে গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষ অসহায় সাধারণ মানুষের উপর বর্বরতা চালাচ্ছে।
তারা আরো বলেন,আমরা রাস্তা ও ড্রেনেজ সম্প্রসারণের বিরুদ্ধে নই। আমরা উন্নয়ন চাই। কিন্তু আমরা ক্ষতিপূরণ চাই।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ন্যায্য ক্ষতিপূরণ না দিয়ে জোর জবরদস্তি মেনে নেয়া হবে না। প্রয়োজনে কঠোর আন্দোলনে যাব।’
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের সদস্য সফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, আতাউর রহমান, মৃদুল বাবু ও আবু তালেব।
আরো জানতে……
‘যন্ত্রদানব বুলড্রোজারে’ মহানগরবাসীর ঘুম হারাম (ভিডিও)
উচ্চ আদালতের নির্দেশে ‘সড়ক সম্প্রসারণে’ থামতে হচ্ছে সিটি করপোরেশনকে