সারাদেশ
চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫

গাজীপুর কণ্ঠ ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন অন্তত ১৩ জন।
রোববার ভোরে শহরের কতোয়ালী থানারধীন পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
কতোয়ালী থানার পরিদর্শক তদন্ত মো. কামরুজ্জামান জানান, নগরীর পাথরঘাটা এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। এসময় দগ্ধ হন অন্তত ১৩ জন। দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।