বদলি-প্রদায়ন

মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান নাছিমা বেগম

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব নাছিমা বেগম। 

রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের কথা জানানো হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কমিশনের নতুন চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য ও পাঁচজন অবৈতনিক সদস্যকে নিয়োগ দেন।

জাতীয় মানবাধিকার কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান নাছিমা বেগম কমিশনের সদ্যবিদায়ী চেয়ারম্যান কাজী রিয়াজুলের হকের স্থলাভিষিক্ত হলেন।

কমিশনের সার্বক্ষণিক সদস্য হয়েছেন সাবেক সচিব কামাল উদ্দিন আহমেদ।

নতুন পাঁচ অবৈতনিক সদস্য হলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিকা আফতাব, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সাবেক জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, সাবেক জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান ও সাবেক সচিব নমিতা হালদার।

নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান নাছিমা বেগম সর্বশেষ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণলায়ের জ্যেষ্ঠ সচিব ছিলেন।

নাছিমা বেগম বলেন, ‘ আশা করি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব। আমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মতো দুটি মন্ত্রণালয়ের সচিব ছিলাম। এ দুটো মন্ত্রণালয়ের সঙ্গে নানা বিষয়ে মানবাধিকার কমিশনের যোগাযোগ থাকেই। তাই কমিশনের কার্যক্রমের সঙ্গে আমি পরিচিত।’

দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশের ভেতরে ও বাইরের নানা সমালোচনার পরিপ্রেক্ষিতে কমিশনের ভূমিকা কেমন হবে—প্রশ্নের জবাবে নাছিমা বেগম বলেন, ‘আমি কাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেব। এর আগে এ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না।’

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button