সারাদেশ

ভালুকায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুবেল মিয়া (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হবিরবাড়ি-জামিরদিয়া সড়কের তারা মিয়ার বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত রুবেল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে ময়মনসিংহ ও গাজীপুরে কমপক্ষে সাতটি মামলা রয়েছে।

রুবেল ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, রাত আড়াইটার দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ি-জামিরদিয়া সড়কের তারা মিয়ার বাড়ির পাশে কিছু মাদক ব্যবসায়ী একত্রিত হয়ে মাদক কেনাবেচা করছে- এমন খবর পেয়ে সেখানে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের দুটি টহল দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক কারবারিরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে পুলিশ। পরে তাকে উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে পুলিশের জিজ্ঞাসাবাদে গুলিবিদ্ধ ব্যক্তি তার নাম রুবেল এবং বাড়ি ভালুকার জামিরদিয়া বলে জানান।

ওসি আরও জানান, এ ঘটনায় সুজন চন্দ্র সাহা নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। নিহত রুবেলের বিরুদ্ধে ময়মনসিংহ ও গাজীপুরের বিভিন্ন থানায় কমপক্ষে ৭টি মামলা রয়েছে। তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button