কালীগঞ্জে ‘ঢাকা ইমপিরিয়াল কলেজ’র বাসের ধাক্কায় এক কৃষক নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ‘ঢাকা ইমপিরিয়াল কলেজ’র বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী লরেন্জ ছেড়াও (৭০) নামে এক কৃষক নিহত হয়েছে।
সোমবার (২৯ জুলাই) সন্ধায় টঙ্গী-ঘোড়াশাল সড়কের নলছাটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত বাসিন্দা লরেন্জ ছেড়াও এর বাড়ি কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামে। তিনি কৃষি কাজ করতেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, সোমবার সন্ধায় আত্মীয় বাড়ি থেকে বাইসাইকেলযোগে টঙ্গী-ঘোড়াশাল সড়ক দিয়ে বাড়ি ফিরছিেন লরেন্জ ছেড়াও। এক পর্যায়ে নলছাটা এলাকায় পৌছালে টঙ্গীগামী ‘ঢাকা ইমপিরিয়াল কলেজ’র একটি বাস তার বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লরেন্জ ছেড়াও মারা যায়। দূর্ঘটনার পর বাসের চলক পালিয়ে যায়।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই রেজাউল করিম।