
নিরস্ত্র নাগরিক
রবির জ্যোতিতে সন্ত্রাসীদের দাপটে
ভীত সন্ত্রস্ত জনাকীর্ণ রাজপথ।
চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে ভয়ংকর মৃত্যুকূপ,
অপহরণ গুম-খুন প্রকাশ্য দিবালোকে।
কখনো দা-চুরি দিয়ে কুপিয়ে,
কিংবা গলাকেটে জবাই করে
কখনোবা কেরোসিনের আগুনে।
মৃত্যুর মিছিলে সাগর-রুনি, বিশ্বজিৎ
অভিজিৎ, রিফাত, তনু, তানিয়া, খাদিজা
বৃদ্ধ মা-ছেলে মুকল-রিজিয়া
আরো নাম না জানা অনেকে।
রক্তাক্ত সবদেহ পরে থাকে
বাসাবাড়ি ঝোপঝাড়, জলাশয়
কিংবা ব্যস্ত রাজপথে।
ভয়ার্ত মানুষের আতংকে পথচলা
সন্ত্রাসীদের দাপটে নির্বাক পথচারী,
অজানা আতষ্কে নিরস্ত্র নাগরিক!
রূপসী বাংলায় যেন-
আমাবস্যার অন্ধকার।
গুম-খুন, চিনতাই চুরি-ডাকাতি
মাদক ঘুষ-দুর্নীতি, সন্ত্রাস-চাঁদাবাজি
আমজনতার নিত্যসঙ্গী।
ধর্মীয় মূল্যবোধ, বিবেক-বিবেচনা
দেশের সংবিধান, আইন-কানুন
কোন কিছুকেই ওরা পরোয়া করে না।
ওরা যে সন্ত্রাসী,
ওরা অপরাধ জগতের এলিয়ন।
ব্যক্তি-পারিবারিক স্বাধীনতা
অর্থনৈতিক মুক্তি আজ হুমকির মুখোমুখি
গুটি কয়েক সন্ত্রাসী দুর্নীতিবাজের তরে।
ষোল কোটি মানুষকে চ্যালেঞ্জ করে
ওরা ঠিকে থাকে কি ভাবে!
ওদের শক্তির উৎস কি?
অর্থ, ক্ষমতা আর শক্তির দাপটে
ওরা বাঁধাহীন?
ওরা নিশ্চিত!
অপরাধ করেও একদিন মুক্তি মিলবে
সাক্ষ্য-প্রমানের অভাবে
কিংবা রাজক্ষমা পাব মামার জোরে।
কাজেই আজ সময় এসেছে
মুক্তিকামী মানুষের বিবেকের
বন্ধ দরজায় কষাঘাত করার,
নিষ্ঠুর-নির্মম, নিপীড়ন সমাজের
অপশক্তিকে রুখে দাঁড়াবার।
লেখক: অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম
কিশোরগঞ্জ